১। ঢাকা হতে যে কোন দুরপাল্লার পরিবহন ব্যবস্থার মাধ্যমে পাবনা আসা যায়।
২। পাবনা শহর হতে রিক্সা/অটোবাইক/সিএনজি যোগে অনন্ত বাজার আসতে হবে।
৩। অনন্ত বাজার হতে সিএনজি/বাস যোগে ৩০/৪৫ মিনিট এ সুজানগর আসা যায়
অথবা
পাবনা শহর হতে সরাসরি সিএনজি যোগে সুজানগর বাজার আসা যাবে।
সময় সূচি:
১। অনন্ত বাজার হতে বাস যোগে-সকাল ৮.০০ ঘটিকা হতে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত।
২। পুলিশ লাইন হতে সিএনজি যোগে-সকাল ৮.০০ ঘটিকা হতে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস